রাজধানীর মিরপুরের চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরীকে অপহরণের পর ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাব্বি (২৪)কে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল বুধবার (১৪ মার্চ) ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মিরপুরের চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরী’কে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রবিউল ইসলাম রাব্বি (২৪), কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিবরণে জানা যায় যে, ২০২০ সালের ১৭ মে ভুক্তভোগী কিশোরী এসএসসি পরীক্ষা শেষে নিজ বাসায় ফিরে সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন তার বান্ধবীর বাসায় দেখা করে। এ সময় একটি টেইলার্স দোকান হয়ে যাওয়ার সময় আসামী রবিউল ইসলাম রাব্বি (২৪) ও তার সহযোগীদের সহায়তায় ওই কিশোরীকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে একটি প্রাইভেট কারে জোড়পূর্বক তুলে অপহরণ করা হয়। পরে আশুলিয়ার ইপিজেড এলাকায় একটি ভাড়া বাসায় আটকে রেখে ধর্ষণ করা হয়।
পরবর্তীতে তার পিতা বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত এই মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে ধৃত আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন।
আসামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা রুজু এবং একই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ায় গ্রেফতার এড়ানোর লক্ষ্যে লোক চক্ষুর আড়ালে আত্মগোপনে করে। সে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে করে গার্মেন্টসে চাকুরী করা সহ বিভিন্ন শো রুমের ম্যানেজার হিসেবে জীবিকা নির্বাহ করে।
গ্রেফতারকৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছ।
পত্রিকা একাত্তর/ রবিউল ইসলাম