কুষ্টিয়ায় পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২


জেলা প্রতিনিধি, কুষ্টিয়া প্রকাশের সময় : ১২/০৩/২০২৩, ১১:০৫ অপরাহ্ণ /
কুষ্টিয়ায় পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে আড়াই ঘণ্টার ব্যাবধানে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

জানা গেছে, রবিবার (১২/০৩/২০২৩-ইং) সকাল ছয়টার দিকে ঢাকা যাওয়ার পথে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের দবির মোল্লা রেলগেট নামক স্থানে নছিমনের সাথে মটর সাইকেলের সংঘর্ষে সামস তবরেজ লিখন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।

অপরদিকে সকাল সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কস্থ নির্মাণাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বাসের সঙ্গে ধাক্কা লেগে আবদুর রউফ (৩৮) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছে। সকালে কাজের উদ্দেশ্যে মোটর সাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন আব্দুর রউফ।

নিহত লিখন কুষ্টিয়া শহরতলীর দেশওয়ালীপাড়া এলাকার বশিরুল ইসলামের ছেলে ও কুষ্টিয়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি ঢাকায় ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। রবিবার সকালের দিকে মোটর সাইকেলযোগে কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন।

নিহত আবদুর রউফ কুষ্টিয়ার লাহিনী এলাকার মৃত সোবিজ উদ্দিনের ছেলে।

এবিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় জানান, রবিবার সকাল ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের দবির মোল্লা গেটের পাশে মোটরসাইকেল ও নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সামস তবরেজ লিখন নামের একজন নিহত হন।

পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন