জেলার খোকসা উপজেলার বজরুক মির্জাপুর গ্রামে ডাকাতি কালে গলায় ফাঁস দিয়ে হত্যা মামলার পলাতক আসামী রাসেল আটক।
গতকাল র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ০৮ মার্চ ২০২৩ তারিখ রাত ০২:৩০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন রাজারপুর গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার খোকসা থানার মামলা নং-৭, তারিখঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর এজাহার নামীয় আসামি মোঃ রাসেল (২৮), পিতা-মোঃ তেজেন, সাং-জানিপুর, থানা- খোকসা, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খোকসা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
এ দিকে, মামলার বাদীসহ এলাকাবাসীর দাবি গ্রেফতারকৃত আসামীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে হত্যাকান্ডে জরিত মূল পরিকল্পনাকারীসহ এর সাথে জড়িতদের নাম।
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন
আপনার মতামত লিখুন :