ঈদে আসছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ০৫/০৩/২০২৩, ৯:৩৯ অপরাহ্ণ /
ঈদে আসছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’

লাল শাড়ি সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।তার প্রযোজনা প্রতিষ্ঠান “অপু জয় চলচ্চিত্র” এর ব্যানারে নির্মিত হচ্ছে ‘লাল শাড়ি’। সিনেমাটি পরিচালনায় আছেন বন্ধন বিশ্বাস।

সরকারি অনুদানের ‘লাল শাড়ি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজকের দায়িত্বও পালন করেছেন অপু বিশ্বাস নিজেই।এতে তার সহ-অভিনেতা হিসেবে ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমাটির শুটিং , চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদ মামুন অপু, শাহেদ আলী,ইমরান হাসো প্রমুখ। সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন ইমন সাহা।

গত নভেম্বর মাসে শুরু হয় লাল শাড়ি সিনেমার চিত্রগ্রহণের কাজ। ঢাকার অদূরে মানিকগঞ্জের নয়নাভিরাম সব লোকেশানে মাসব্যাপী চলে সিনেমাটির শুটিং।

সিনেমাটিতে অপু বিশ্বাস অভিনয় করেছেন বড়লোক তাঁতির মেয়ের চরিত্রে। যে কি না গ্রামের মেয়ে, ছোট থেকে গ্রামেই বেড়ে ওঠা। বাবার ব্যবসাকে কাছ থেকে দেখে সে।

আসছে রোজা ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ‘লাল শাড়ি’ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে।‘লাল শাড়ি’ বাংলাদেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। জামদানির হারানো ঐতিহ্য দেখা যাবে এই সিনেমায়। নান্দনিক ডিজাইন এবং দামে বেশি হওয়ার কারণে জামদানির সঙ্গে আভিজাত্য এবং রুচিশীলতা – এই দুটি শব্দ জড়িয়ে আছে। ঐতিহ্যবাহী নকশা ও বুননের কারণে ২০১৬ সালে জামদানিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।

মহরত অনুষ্ঠানে সিনেমাটির নাম “লাল শাড়ি” রাখা সম্পর্কে অপু বিশ্বাস বলেছিলেন, ‘তাঁতিদের গল্প নিয়ে এই সিনেমার কাহিনী। শাড়ি বাঙালি নারীর প্রধান পোশাক। গল্পটা শাড়ি ও তার কারিগরদের নিয়ে। সেজন্য লাল শাড়ি নাম রেখেছি।”তবে লাল নামটুকু আমি পরে যোগ করেছি। লাল ভালোবাসার প্রতীক। ভালোবাসা ছাড়া কোনো কিছু হয় না। এজন্যই লাল শাড়ি নামটি বেছে নিয়েছি।’

পত্রিকা একাত্তর/ নয়ন কুমার