বিএনপি, জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে, কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় কোম্পানীগঞ্জ উপজেলায়, শান্তি মিছিলে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন আহম্মদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল।
নোয়াখালীর জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসান ইমাম বাদল, মো: রফিক খাঁন, যুগ্ন সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক নাজমুলহক নাজিম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজম পাশা রুমেল।
বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান তুহিন, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী, চরহাজারী ইউনিয়ন পরিষদের এ জেড এম মহি উদ্দিন সোহাগ, সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদলহক কচি, চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক প্রমূখ।
পত্রিকা একাত্তর/ আবু সাঈদ