বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির বাগান থেকে হাওয়া বেগম (৬০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৩ মার্চ) গভীর রাতে শনিবার (০৪ মার্চ) সকালে নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
হাওয়া বেগমের মেয়ে কমলা বেগম(৪০) বলেন, অভাবের তারণায় বাসাবাড়িতে কাজ নিয়েছিল মা। কিন্তু কিভাবে কি হল জানি না। কষ্টের আর শেষ নেই আমাদের। নিহত স্বামী পরিত্যক্তা হাওয়া বেগম মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের হামিদ উদ্দিনের মেয়ে। তার একটি মাত্র মেয়ে রয়েছে। তিন আগে ২ হাজার টাকা মাসিক বেতনে জাপান প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে ঝিয়ের কাজ নিয়েছিলেন। শুক্রবার রাতে গলায় পাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, হাওয়া বেগমের প্রেসারসহ নানা ধরণের শারীরিক জটিলতা ছিল। মানসিকভাবেও হতাশাগ্রস্থ ছিলেন তিনি। এসব কারনেও তার মৃত্যু হতে পারে। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পত্রিকা একাত্তর/ আবু তালেব
আপনার মতামত লিখুন :