patrika71
ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ অফিসার নিহত

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ
মার্চ ২, ২০২৩ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা পুলিশ সদস্য মো: নজরুল ইসলাম ২ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৭.৩০ মিনিটে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন নিজ বাসভবন থেকে মোটরসাইকেলযোগে বরগুনা কর্মস্থলে যাচ্ছিলেন।মির্জাগঞ্জ থানার কাঁঠালতলী এলাকায় পৌঁছালে বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটা গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।দুপুর ১ টায় বরগুনার পুলিশ সুপার মো. আবদুস ছালাম বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরাদেহ দেখতে আসেন।

এ সময় পুলিশ সুপার জানান, নিহতের স্বজনদের সাথে কথা বলে হাসপাতালের আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়ার ইউনিয়নের কাঠিপাড়া ৫ নং ওয়ার্ডের। নিহত মো. নজরুল ইসলাম লতিফ মাঝির পুত্র। নিহতের মরা দেহ ময়নাতদন্ত শেষে বাকেরগঞ্জের নিজ বাড়িতে তার দাফন হবে।

নিহত নজরুল ইসলাম বরগুনা জেলা ডিএসবিতে কর্মরত ছিলেন। এর আগে তিনি বরগুনা জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত তদন্ত (ওসি) ছিলেন।

অপরদিকে ঘাতক হানিফ পরিবহনের গাড়িটি বরিশালের গৌরনদী থেকে জব্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান।

পত্রিকা একাত্তর/ ইমাম হোসেন