দ্রব্যের ঊর্ধ্বগতি ও পাঠ্যপুস্তক ইস্যুতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ


জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর প্রকাশের সময় : ২৪/০২/২০২৩, ৮:২৭ অপরাহ্ণ /
দ্রব্যের ঊর্ধ্বগতি ও পাঠ্যপুস্তক ইস্যুতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

বিদ্যুৎ-গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে চরমোনাই পীরের রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ শুক্রবার বাদ আসর এক যোগে লক্ষ্মীপুর জেলার সকল উপজেলায় স্থানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে দলটি।

লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ স্টেশন মোড় থেকে সদর উপজেলার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক এইচ এম তানভীর হোসাইনের নেতৃত্বে শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।এতে উপস্থিত ছিলেন জেলা আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন।

জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, আমাদের এই সংগ্রাম এ দেশের জনগণের জন্য। খেটে খাওয়া মানুষের জন্য। সরকার বাহাদুর নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, আগামী নির্বাচন কালো টাকার মাধ্যমে করার জন্য দ্রব্য মূল্য বাড়িয়েই চলছে।তাইতো এই সিন্ডিকেট ভাঙছে না। এ দেশের জনগণ এটা মেনে নেবে না কখনো। সরকার কে হুশিয়ার করে বলে দিতে চাই, শিক্ষা ব্যবস্থায় সকল বিতর্কিত পাঠ তুলে দিন এবং সামনে রমজানের পবিত্রতা রক্ষার্থে, এ দেশের মানুষের কথা চিন্তা করে দ্রব্য মূল্য কমিয়ে দিন,নয়তে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

জেলা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন বলেন,মানুষের মৌলিক অধিকার ও শিক্ষার অধিকার রক্ষার জন্যে আজকের এই বিক্ষোভ মিছিল। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ৫২ সালের ভাষা আন্দোলন ও ৭১ এ মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে।কিন্তু আজও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। মানুষের ভাষার অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার, মানুষের ভোটাধিকার, মানুষের খাদ্যের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আজকে দিনে দিনে তেল গ্যাস সহ সকল খাদ্য দ্রব্যের মূল্য বেড়েই চলেছে। সামনে রমজান মাস আসতেছে,যদি সরকার এই দ্রব্য মূল্যের সিন্ডিকেট না ভাঙ্গে তাহলে আগামী জাতীয় নির্বাচনে এ দেশের জনগণ তাদের ক্ষমতার মসনদ ভেঙে দিবে।

তাছাড়া রায়পুর শহরে, রামগঞ্জ বাজারে, কমলনগর হাজিরহাঠ বাজারে এবং রামগতি আলেকজান্ডার বাজারে একযোগে মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন ইউনিট।

পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ