patrika71
ঢাকাবুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় ৩ জন আহত

জেলা প্রতিনিধি, শেরপুর
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মাহাসড়কে দ্রুতগতির ট্রাক চাপায় ৩জন গুরুতর আহত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভবানীপুর ইউনিয়নর ছোনকা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন সুঘাট গ্রামের হাফিজুর রহমানের ছেলে জান্নাতুল ফেরদৌস হৃদয় (২৬), ছোনকা এলাকার ছোহরাব উদ্দিনের ছেলে বরহান উদ্দিন (৩০), ও হলদিবাড়ী গ্রামের শাহীন (৩৩)। এদের মধ্যে জান্নাতুল ফেরদৌস হৃদয়ের বাম পায়ের হাটু ছিড়ে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়।

জানা যায়, মির্জাপুর আলাল গ্রুপের প্রতিষ্ঠান বগুড়া মাল্টি ওয়েল মিলে তারা চাকুরী করেন। বাড়ি থেকে বুধবার সকাল ৭টার দিকে মটরসাইকেল যোগে মির্জাপুর আলাল গ্রুপের প্রতিষ্ঠান বগুড়া মাল্টি ওয়েল মিলে আসছিল। এ সময় তারা ছোনকা বাজার এলাকায় পৌছালে সিমেন্ট বোঝায় বগুড়াগামী দ্রুত গতির ট্রাক (ঢাকা মে-ট-২২-১৯৯৬) নিয়ন্ত্রন হারিয়ে মটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে হৃদয় ছিটকে পরে যায়। পরে ট্রাক চালক নিজেকে বাচাতে ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় হৃদয়ের বাম পায়ের ওপর দিয়ে নিয়ে যায়। এতে তার বাম পায়ের হাটু বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা আহতদরে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এবং জান্নাতুল ফেরদৌস হৃদয়কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বিষয়টি লোকজন খবর পেয়ে ট্রাকটি আটক করে। ঘটনাস্থলে গিয়ে ট্রাক হেফাজতে নেয়।

বরহান উদ্দিনের চাচা জানান, চাকুরীর সুবাদে তারা প্রতিদিন একসঙ্গে মোটরসাইকেল যোগে যায়। আজ সকালে সিমেন্ট বোঝায় বগুড়াগামী দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে মটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাকেলে থাকা ৩জনই গুরুতর আহত হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন জানান, ট্রাক আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

পত্রিকা একাত্তর/ মাসুম বিল্লাহ