প্রয়াত মির্জাপুর ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা শাহনওয়াজ প্রধান। শুক্রবার একটি অ্যাওয়ার্ড শো চলাকালীন সময়ে আচমকা হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৫৬। একটি অনুষ্ঠান চলাকালীন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন শাহনওয়াজ প্রধান। এরপর অজ্ঞান হয়ে পড়ে যান। অভিনেতাকে তড়িঘড়ি কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন শাহনওয়াজ।
যশপাল শর্মা ইনস্টাগ্রামে লিখেছেন-আজ আমি মুম্বাইতে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম… সবকিছুই দুর্দান্ত চলছিল… শতাধিক শিল্পী উপস্থিত ছিলেন কিন্তু পুরস্কার গ্রহণের কিছুক্ষণ পরেই আমাদের প্রিয় শিল্পী শাহনওয়াজের অ্যাটাক হয়….জনগণের সহায়তায় পুরো অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায় এবং ডাক্তার তাঁকে তুলে নিয়ে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যান যেটি সবচেয়ে কাছে ছিল কিন্তু কেউ তাঁকে বাঁচাতে পারেনি এবং তিনি মারা যান… তার আত্মা শান্তি লাভ করুক এবং পরিবারকে সহমর্মিতা।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ