ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় রাতের আঁধারে বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই ঘর থাকা সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই। শুত্রুবার (১৭ ফেব্রুয়ারী ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চর মানিকা ২নং ওয়ার্ডে মৃত্যু আলমগীর দুই ছেলে আরিফ ও রাকিব এর নতুন বাড়িতে ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত রাকিব বলেন আমি ও আমার ভাই বাড়িতে ছিলাম না, আমার মা ও আমার স্ত্রী গভীর রাতে শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে হতাশা গ্রস্ত হয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও বলেন, আমাদের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়েছে। দক্ষিণ আইচা থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন আমি বিষয়টি শুনে আমার প্রতিনিধি পাঠিয়েছি ঘটনা তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।।
শামছুদ্দিন খোকন