নীলফামারী ডোমারে ভুট্টা ক্ষেতের আইল থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাকডোকরা নন্দীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। বিকালে সিআইডি আসার পর লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ। এখন পর্যন্ত পরিচয় মিলেনি গলাকাটা মরদেহটির।
স্থানীয়রা জানান, নন্দীপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে চান মিয়ার ভুট্টা ক্ষেতের আইলে সকালে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন ঘটনাস্থলে আসেন। পরে স্থানীয়রা মৃতদেহটি দেখলেও তার পরিচয় জানা সম্ভব হয়নি। ইউপি সদস্য অশি^নী কুমার বলেন, সকালে জমি দেখার জন্য কৃষকরা ভুট্টা ক্ষেতে আসলে দেখতে পায় একটি গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। মরদেহটি স্থানীয় কারও নয় বলেও তিনি জানিয়েছেন। এদিকে মরদেহটি এক নজর দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় করেন। তাদের সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভুট্টা ক্ষেতের আইলে কালো প্যান্ট ও ক্রিম কালারের জ্যাকেট পরিহিত মুখে হালকা দাড়িওয়ালা এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। মাথার পাশে রয়েছে লাল রংয়ের একটি জ্যাকেট।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদ ইন নবী অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সিআইডি আসার পর বিকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
পত্রিকা একাত্তর/ শাহাজাহান বিপ্লবী