বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্স-৯ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অদ্য ১৬ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ তারিখ জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স, সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। সমাপনী বক্তব্যে প্রধান অতিথি মহোদয় বলেন জীবনের প্রয়োজনে প্রতিটি মানুষের পেশাগত কাজের উন্নয়েনের জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজন হয়।
আরও বক্তব্য রাখেন জনাব ড. এস এম ফরহাদ হোসেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া মহোদয়। সেলক্ষ্যে গত ১১ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ তারিখ ছিল প্রশিক্ষণ কর্মসূচীর প্রথম দিন। এ প্রশিক্ষণে কনস্টেবল এবং নায়ক পদমর্যাদার প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন এবং প্রত্যহ দিনের শুরুতে ভোর ০৬:৩০ মিনিটে পিটির মাধ্যমে শুরু হয় প্রশিক্ষণ কর্মসূচী। অতঃপর প্যারেড, আইন ক্লাশ এবং ০৬:০০ মিনিটে রাত্রকালীন আইন ক্লাশের মাধ্যমে সমাপ্ত হয় প্রশিক্ষণ কর্মসূচীর।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া, জনাব শেখ মাহফুজার রহমান, ইন্সপেক্টর, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া জনাব মোঃ হাফিজুল ইসলাম, আরওআই, রির্জাভ অফিস, কুষ্টিয়া এবং আরআই কুষ্টিয়াসহ ইন্সপেক্টর পদমর্যাদার প্রশিক্ষক এবং নায়েক ও কনস্টেবল পদমর্যাদার প্রশিক্ষণার্থীবৃন্দ।
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন