চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জীবননগর থানা মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে ইন্সঃ শেখ মাহবুবুর রহমানের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১৫.০২.২০২৩ তারিখ সময় অনুমান ১৬:৪৫ ঘটিকায় জীবননগর থানাধীন আন্দুলবাড়ীয়া বাজার শিমুল হোটেলের মধ্য হতে ধৃত আসামী ১। মোঃ আনোয়ার হোসেন মিন্টু (৪০), পিতা- মোঃ মুন্না সাং-জীবননগর আঁশতলাপাড়া, বর্তমানে হরিহরনগর স্কুলপাড়া, থানা- জীবননগর, জেলা-চুয়াডাঙ্গার নিকট হতে মাঝায় গুজা সাদা পলিথিনের মধ্যে নীল রংয়ের কাপড়ে জড়ানো একটি মেড ইউ.এস.এ নং-৬২ পিস্তল, একটি ম্যাগাজিন এবং ০৫ (পাঁচ) রাউন্ড গুলি উদ্ধার সহ আসামি গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান