২০১৮ সালের কিশোর বিদ্রোহ বা নিরাপদ সড়ক চাই আন্দোলন পরবর্তী সময়ে গড়ে ওঠা শিক্ষার্থীদের সম্মিলিত প্ল্যাটফর্ম নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব ইনজামুল হক।
আজ বুধবার (১৫ ই ফেব্রুয়ারি) সংগঠনের পক্ষ থেকে আহবায়ক স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়।
গত ১০ জানুয়ারি ২৩ সদস্যের বর্ধিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ করে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। এতে সদস্য সচিবের দায়িত্ব পান ইনজামুল হক। এর আগে সংগঠনটির প্রতিষ্ঠাকাল থেকেই কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ।
পদত্যাগের কারণ জানতে ইনজামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেন নি।
তবে পদত্যাগের কারণ সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনটির একজন কার্যনির্বাহী সদস্য জানান, ব্যক্তিগত কারণেই তিনি (ইনজামুল) পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পত্রিকা একাত্তর/ ইনজামুল হক
আপনার মতামত লিখুন :