মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ‘ভ্যালেন্টাইন ডে’ বা ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফুরফুরে মেজাজে ঠাকুরগাঁও জেলার তরুণ-তরুণীরা ছুটে এসেছেন ফুল মার্কেটে। আর এই বিশেষ দিবস আসলে আগে গোলাপ ফুলের দাম বেড়ে ২০ থেকে ৩০ টাকা হতো। কিন্তু এবার এক ঝটকায় গোলাপ ফুলের দাম ৫ থেকে ৫০ ছুঁয়েছে। সকালে ফুলের দাম আরো বাড়তে পারে’।
ফুল মানেই সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়না। ভালোবাসা, ভালোলাগা নিবেদনের অন্যতম প্রধান মাধ্যম ফুল। ‘বিশ্ব ভালোবাসা দিবস’ বা ‘ভ্যালেন্টাইন ডে’ তে বিশ্বের কোটি কোটি প্রেমিক যুগলের কাছে তাদের প্রিয় মানুষটির জন্য ফুলের বিকল্প নেই।
রঙ-বেরঙের ফুলের উপহারে প্রিয়জনের সাথে দিনটি কাটায় সবাই। ঠাকুরগাঁওয়ে ফুল কিনতে ভিড় জমাচ্ছেন সকল বয়সী ক্রেতারা।
ঠাকুরগাঁওয়ে এবারের ভালোবাসা দিবস উপলক্ষে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে লাল গোলাপ। এছাড়াও রজনীগন্ধা, গ্যাডিওলাস, জারবেরা, গাঁদা, অর্কিড, জবেরা, ভূট্টা, ইউলেস্টার ও জিপসিও বিক্রি হচ্ছে এখানে। এসব ফুল যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আমদানি হয়ে ঠাকুরগাঁওয়ে আসে।
তবে ফুল ক্রেতারা অভিযোগ করেন, অন্য বছরগুলো থেকে এবার ফুলের দাম অনেক বেশি। অন্যদিকে ফুল ব্যবসায়ীরা জানান, চাহিদা অনুযায়ী ফুলের উৎপাদন ও যোগান না থাকায় ফুলের দাম বাড়ছে।
ফুলের দাম বেশী থাকলেও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে উপচে পড়া ভিড় দেখা যায় এ ফুল মার্কেটে গুলো তে। এবার প্রতিটি ফুলের দাম চড়া থাকলেও কেনাবেচায় ঘাটতি পড়েনি একটুও। ভালোবাসার মানুষকে ফুল উপহার দিতে বাধ্য হয়েই বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে ফুল তবে শেষ মুহূর্তে বেচাকেনা ভালো হচ্ছে আমাদের। কিন্তু আমরা পর্যাপ্ত ফুল পাচ্ছি না’। এমনটি অভিযোগ করেছেন ফুল বিক্রেতারা।
পত্রিকা একাত্তর/ আব্দুল্লাহ আল সুমন