যশোরে ভালোবাসা দিবস ঘিরে ফুলের বাজার সরগরম


উপজেলা প্রতিনিধি, মনিরামপুর প্রকাশের সময় : ১৩/০২/২০২৩, ৬:৪১ অপরাহ্ণ /
যশোরে ভালোবাসা দিবস ঘিরে ফুলের বাজার সরগরম

যশোরে বসন্ত ও ভালোবাসা দিবস ঘিরে ফুলের বাজার সরগরম ঋতুরাজ বসন্ত শুরু আগামীকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি)।

একই সঙ্গে এদিন বিশ্ব ভালোবাসা দিবস। এ দুই দিনে সবচেয়ে বেশি চাহিদা থাকে ফুলের। ভালোবাসা দিবসে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর অন্যতম উপকরণ এটি। আর ফুল ছাড়া যেনো বসন্ত বরণই হয় না। তাই তো দেশের হাটবাজারে ফুলের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

ভালোবাসা দিবস ও ১লা ফাল্গুন ঘিরে যশোরের গদখারী ও বগুড়ার হাটবাজারে উঠেছে নানান জাতের গোলাপ। প্রকারভেদে প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। এছাড়া আছে নতুন জাতের রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাসসহ বিভিন্ন ধরনের ফুল।

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে জমে উঠেছে যশোরের গদখালী পাইকারি ফুলের বাজার। রবিবার এই বাজারে অন্তত ১ কোটি টাকার গোলাপ বিক্রির খবর পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলছেন, এবার গোলাপের পাইকারি দামে রেকর্ড ভেঙেছে। প্রতিটি গোলাপ ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একই সঙ্গে গ্লাডিওলাস, জারবেরা ও রজনীগন্ধার দাম চড়া। এই ফুলের মধ্যে আরো রয়েছে টিউলিপ ও গাঁদা।

যশোর-বেনাপোল মহাসড়কের পাশে গদখালী বাজারে ফুল চাষী ও ব্যবসায়ীরা ভোর সাড়ে ৫টা থেকে আসা শুরু করেন। রাজধানী ঢাকাসহ, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা ফুল কিনতে আসেন। সকাল ১০টার মধ্যে শেষ হয় বেশিরভাগ কেনাবেচা।

গদখালী ফুল চাষী ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি সূত্রে জানা গেছে, একদিনেই গদখালী বাজার ও ক্ষেত থেকে অন্তত ২০ লাখ গোলাপ সারাদেশে পাঠানো হয়েছে।

পত্রিকা একাত্তর/ মোজাপ্ফার হুসাইন