patrika71
ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত

উপজেলা প্রতিনিধি, বিরামপুর
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর জেলার বিরামপুরে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত ওমর ফারুক বিরামপুর পৌর শহরের কৃষ্টচাঁদপুর মহল্লার আব্দুল খালেক ড্রাইভারের ছেলে ও বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে বিরামপুর পৌর শহরের কলেজ বাজারস্থ বটতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষর্দশী ও স্থানীয়রা জানান, সোমবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে মোটরসাইকেল যোগে কলেজে যাওয়ার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌর শহরের কলেজ বাজারস্থ বটতলী নামক স্থানে গোবিন্দগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক নামে এক কলেজ ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পত্রিকা একাত্তর/ এবিএম মুছা