patrika71
ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে সংবর্ধিত দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানবীর হোসাইন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মিশরের কায়রোতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করায় দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইনকে সংবর্ধনা দিয়েছেন কোম্পানীগঞ্জের তাওহিদী জনতা।

৫৮টি দেশের প্রতিযোগীদের মধ্যে ৩০ পারা হিফজুল কোরআন (তাজভিদ) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি সোমবার সকাল ১০টায় বসুরহাট রূপালি চত্বরে এই সংবর্ধনা দেওয়া হয়।

হাফেজ তানভীর হোসাইন নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের (আবদুল মতিন মিয়ার বাড়ির) শেখ ইলিয়াস মিয়ার ছেলে।

মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সাইদুর রহমানের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্বে করেন, বসুরহাট আশরাফুল উলম মাদ্রাসার মেহতামিম মেস্তফা সুফি সাহেব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। আজম পাশা চৌধুরী রুমেল কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি সম্পাদক প্রমুখ।

উল্লেখ, তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী ও কোম্পানীগঞ্জ মারকাযুত তাকওয়া মাদ্রসার ইন্টারন্যাশনাল হিফজুল বিভাগের প্রধান শিক্ষক।

এর আগে, তিনি সৌদি আরবের মক্কায় কোরআন প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন করে।

পত্রিকা একাত্তর/ আবু সাঈদ