চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাব্বুর রহমান এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১২.০২.২০২৩ তারিখ অনুমানিক ৪:৪৫ ঘটিকার সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন মুক্তিপাড়া সাত ভাই পুকুর পাড়া হতে পেশাদার চোর মোঃ জাহাঙ্গীর সরদার (৪৩), পিতা মোঃ নিয়াত আলী সরদার সাং-বেলগাছি সরদার পাড়া, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করেন। উক্ত চোরকে নিবিড় জিজ্ঞাসাবাদে আলমডাঙ্গা থানা এলাকা হতে দুইটি বাইসাইকেল, তিনটি পাখি ভ্যান ও চারটি ভ্যানের অংশবিশেষ উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান ।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান