patrika71
ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

উপজেলা প্রতিনিধি, মনিরামপুর
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুরে ৩৫০ পিস ইয়াবা সহ ইয়াছিন বিশ্বাস (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেহালপুর ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের ঝাউতলা নামক স্থান থেকে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

ইয়াছিন বিশ্বাস কেশবপুর উপজেলার সুফলাকাঠি ইউনিয়নের আড়ুয়া গ্রামের মৃত জালাল উদ্দিন বিশ্বাসের ছেলে। এলাকাবাসী জানান সে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত। নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ আতিকুজ্জামান তার সঙ্গীয় অফিসার এএসআই শরিফুল ইসলাম ও এএসআই জাহিদ হোসেনকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদ পওয়ার পর পুলিশ রাস্তায় ইয়াছিনকে সিগন্যাল দিলেও সে সিগন্যাল অমান্য করে সামনের দিকে সজোরে চলতে থাকে, পরে পুলিশ তার পিছু ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।

আটকের পর তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ও একটি ১০০ সিসি কালো রঙের প্লাটিনা মোটরসাইকেল জব্দ করে পুলিশ। মনিরামপুর থানার ওসি (সার্বিক) শেখ মনিরুজ্জামান জানান, ইয়াছিন বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনিরামপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

পত্রিকা একাত্তর/ কে,এম,মোজাপ্ফার