মিশরে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীর


উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ প্রকাশের সময় : ০৮/০২/২০২৩, ৫:৩৩ অপরাহ্ণ /
মিশরে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীর

মিশরের কায়রোতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন নোয়াখালী কোম্পানীগঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইন।

৫৮টি দেশের প্রতিযোগীদের মধ্যে ৩০ পারা হিফজুল কোরআন (তাজভিদ) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।

হাফেজ তানভীর হোসাইন নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের (আবদুল মতিন মিয়ার বাড়ির) শেখ ইলিয়াস মিয়ার ছেলে।

তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী ও কোম্পানীগঞ্জ মারকাযুত তাকওয়া মাদ্রসার ইন্টারন্যাশনাল হিফজুল বিভাগের প্রধান শিক্ষক।

এর আগে, তিনি সৌদি আরবের মক্কায় কোরআন প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন করে। তার এই বিজয়ে এলাকায় আনন্দ বিরাজ করছে।

তার এই অর্জনে অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবদুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ কোম্পানীগঞ্জ কৃতি সন্তান বিশ্বজয়ী কোরআন হাফেজ তানবীর হোসাইন সে আমার মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ সাহেব হিসেবে নিযুক্ত আছে। এইবার সে মিশরে আন্তজার্তিক কোরআন প্রতিযোগিতা তৃতীয় স্থান অর্জন করেছেন এর আগে সৌদি আরবের মক্কায় কোরআন প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন করেন। মিশরে বিশ্ব কোরআন প্রতিযোগিতা বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেছেন। এই জন্য আমি আল্লাহর কাছে শুক্ররিয়া আদায় করছি। এই অর্জন দেশ বাসীর জন্য উৎসর্গ করে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারেন।

পত্রিকা একাত্তর/ আবু সাঈদ