শ্রীবরদীতে ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার


জেলা প্রতিনিধি, শেরপুর প্রকাশের সময় : ০৬/০২/২০২৩, ৮:২৭ অপরাহ্ণ /
শ্রীবরদীতে ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

শেরপুরের শ্রীবরদীতে ভারতীয় স্ট্যাগ ব্র্যান্ডের ১০ বোতল মদসহ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার সীমান্তবর্তী রাণীশিমুল ইউনিয়নের খাড়ামোরা গ্রামের তৈয়ব আলীর ছেলে। সোমবার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে সোমবার ভোর সাড়ে ৪টায় রাঙ্গাজান এলাকা থেকে এস আই নুরুল ইসলাম সঙ্গীয পুলিশ নিয়ে ১০ বোতল স্ট্যাগ ব্যান্ডের ভারতীয় মদসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, আটককৃত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ আবু হেলাল