১ দিনে হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণ করলেন ১৫০ জন ছাত্র-ছাত্রী


স্ট্যাফ রিপোর্টার, ঠাকুরগাঁও প্রকাশের সময় : ০৬/০২/২০২৩, ৬:২১ অপরাহ্ণ /
১ দিনে হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণ করলেন ১৫০ জন ছাত্র-ছাত্রী

ঠাকুরগাঁও জেলার ‘গোল্ডেন লাইফ নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউট’ এর ১৫০ জন ছাত্র/ছাত্রী ১ দিনে হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণ করেন। ঠাকুরগাঁওয়ে টিকাটি সরবরাহ করেন “হাসান ট্রেড ইন্টারন্যাশনাল”।

হাসান ট্রেড ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তার হোসেন। বলেন একটি টিকা যা হেপাটাইটিস বি প্রতিরোধ করে। প্রথম ডোজটি জন্মের ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া হয় এবং তার পরে আরও দুটি বা তিনটি ডোজ দেওয়া হয়। এইচআইভি / এইডস এর কারণে দুর্বল প্রতিরোধ ক্ষমতা থাকা মানুষ এবং অকাল জন্মগ্রহণকারী শিশুরা এর অন্তর্ভুক্ত। সুস্থ মানুষদের নিয়মমাফিক টিকা দেওয়ার ফলে ৯৫% এরও বেশি মানুষ সুরক্ষিত থাকেন।

তিনি আরো বলেন, হেপাটাইটিস বি-এর টিকা নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা, এই ভাইরাসের সংক্রমণ হলে যকৃতের দীর্ঘমেয়াদি রোগের (ক্রনিক লিভার ডিজিজ) আশঙ্কা থাকে। এতে যকৃতের স্বাভাবিক কার্যক্ষমতা কমে আসতে থাকে, একসময় যকৃৎ পুরোপুরি অকেজো হয়ে গিয়ে রোগীর অকালমৃত্যু পর্যন্ত হতে পারে। এমনকি এই সংক্রমণ থেকে যকৃতের ক্যানসারও হতে পারে।

মো:আব্দুস সামাদ (ব্যবস্থাপনা পরিচালক) “গোল্ডেন লাইন নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউট ” তিনি বলেন, হেপাটাইটিস-বি এর ভ্যাকসিন ডোজ ৪টি ৷ প্রথম ৩টি একমাস পরপর এবং ৪র্থটি প্রথম ডোজ থেকে এক বছর পর ৷ পাঁচ বছর পর বুস্টার ডোজ নিতে হয় ৷ এর মাধ্যমে শরীরে হেপাটাইটিস-বি ভাইরাসের বিপক্ষে প্রতিরোধ গড়ে ওঠে ৷ আমি প্রথমে আমার কলেজের সকলে ছাত্র-ছাত্রীদের নিতে বলেছি। কারণ আগে নিজেদেরকে সচেতন হতে হবে। তাই আমি মনে করি। হেপাটাইটিস বি ভ্যাকসিন সকলে দিবেন এবং কারো যদি এ রোগলক্ষণ প্রকাশ পায় তাহলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া দরকার ৷ সাধারণত এর কোনো কার্যকরী চিকিৎসা নেই ৷ নিয়মিত চিকিৎসায় সুস্থ থাকা যায় কিন্তু আরোগ্য হওয়া যায় না ৷ এর মূল চিকিৎসা হলো রোগীকে পূর্ণ বিশ্রামে রাখা ৷ গ্লুকোজের সরবত খাওয়ালে উপকার পাওয়া যায় ৷ অড়হড় পাতা, ভুঁই আমলার পাতা ইত্যাদির রস খাওয়ায়ে উপকার পেয়েছেন বলেও অনেকে দাবি করেন ৷

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ সাইফুল্লাহ দুলাল ( প্রশাসন ও পরিচালক ) “গোল্ডেন লাইন নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউট ” মো:আব্দুস সামাদ (ব্যবস্থাপনা পরিচালক) “গোল্ডেন লাইন নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউট ” ঠাকুরগাঁও।

পত্রিকা একাত্তর/ সুমন