ইবি থানায় “ওপেন হাউস ডে” সভা অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি, কুষ্টিয়া প্রকাশের সময় : ০৫/০২/২০২৩, ৮:১০ অপরাহ্ণ /
ইবি থানায় “ওপেন হাউস ডে” সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলাধীন ইবি থানার উদ্যেগে অদ্য ০৪/০২/২০২৩ তারিখ ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রাঙ্গনে “ওপেন হাউস ডে” সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া। প্রধান অতিথি মহোদয় বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, ওপেন হাউজ ডে’র কারনে পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধি পায়, এলাকার অনেক সমস্যা স্থানীয় ভাবে সমাধান হচ্ছে। বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে এর মাধ্যমে আমরা সমাজ থেকে সকল প্রকার অপরাধ দুর করতে চাই।

এ জন্য জনসাধারণকে পুলিশের কাছে এলাকার চলমান ঘটনা সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে সবাইকে আরো সোচ্চার হতে হবে। দেশকে দারিদ্র, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে নৈতিকতাবোধ থেকে পুলিশকে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর ড. এম সেলিম তোহা, সাবেক ট্রেজারার, ইবি, কুষ্টিয়া ও সাধারণ সম্পাদক, কুষ্টিয়া নাগরিক কমিটি।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ আননূর যাহেদ, ইবি থানাসহ ৭ টি ইউনিয়নের জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট/ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ ও সাধারণ জনগণ।

পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন