হরিপুরে প্রবাসীর বাড়িতে চুরি: ২ জন অজ্ঞান


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ০৩/০২/২০২৩, ৪:১৯ অপরাহ্ণ /
হরিপুরে প্রবাসীর বাড়িতে চুরি: ২ জন অজ্ঞান

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সিঙ্গাপুর প্রবাসীর ওমর ফারুক এর বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। চোররা কৌশল অবলম্বন করে ফ্লাট বাড়ীতে প্রবেশ করে মা ও স্ত্রী কে অজ্ঞান করে ৭ভরি স্বর্ণঅলংকার ও ৫০হাজার নগদ টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।

অজ্ঞান অবস্থায় ওমর ফারুকের মা বানু (৫৫) ও তার স্ত্রী কামরুন নাহার(২০) রানীশংকৈল হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার টেংরিয়া ঝারবাড়ী গ্রামের ওমর ফারুক এর বাড়ীতে। ওই বাড়িতে প্রবাসীর বাবা আজগর আলী মা বানু ও স্ত্রী কামরুন নাহার থাকত।

প্রবাসীর বাবা আজগর আলী বলেন, প্রতিদিনের মত তারা বৃহস্পতিবার রাত খাওয়া দাওয়া করে শুয়ে পরে। তিনি ভোর বেলা ঘুম থেকে উঠে দেখে তাদের ঘরের দরজা খোলা এবং ঘরে শাশুরি ও বউমা কে অজ্ঞান অবস্থায় দেখতে পায়।

বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যান ও হরিপুর থানায় জানায়। হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন সংবাদ পেয়ে গতকাল শুক্রবার সকাল ঘটনা পরির্দশন করা হয়েছে। বাদীর এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পত্রিকা একাত্তর/ সুজন আহম্মেদ