চুয়াডাঙ্গায় ডিবি কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার ১


জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ০২/০২/২০২৩, ১১:০২ অপরাহ্ণ /
চুয়াডাঙ্গায় ডিবি কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার ১

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় শেখ সফিকুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই সহিদুল বাশার, এসআই শেখ হাদীউজ্জামান, এএসআই সাজদার রহমান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ০১.০২.২০২৩ তারিখে চুয়াডাঙ্গা সদর থানাধীন কোট মোড় টু সরকারি কলেজগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত ১। মোঃ শাওন হোসেন (২২), পিং-মোঃ আঃ মান্নান, সাং-আলুকদিয়া বাজার, থানা ও জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতারপূর্বক তার হেফাজত হতে একটি লাল-কালো রংয়ের BAJAJ PALSAR 150 CC, চোরাই মোটরসাইকেল যার ইঞ্জিন নং-DHZWFF57190 এবং চ্যাসিস নং-MD2A111FWF97566 উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামীকে দর্শনা থানার মামলা নং-১৮, তারিখ ৩১.০১.২০২৩ ধারা-৪১৩ পেনাল কোড মুলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান