ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন


জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ০১/০২/২০২৩, ৮:৫০ অপরাহ্ণ /
ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ প্রতিপাদ্যে ০১.০২.২০২৩ তারিখ সকাল আনুমানিক ১০:১৫ ঘটিকার সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন মডেল মসজিদ হল রুমে ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। আরো উপস্থিত ছিলেন সরদার আল-আমিন, সভাপতি, প্রেসক্লাব চুয়াডাঙ্গা, সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, মার্টিন হীরক চৌধুরী, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি, জুনাইদ আল হাবিবি, পেশ ইমাম, নিউ মার্কেট জামে মসজিদ সহ শতাধিক সকল ধর্মাবলম্বী নেতৃস্থানীয় সদস্যবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি, চুয়াডাঙ্গা।

পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান