নীলফামারীর ডোমার পৌরসভার অন্তর্ভুক্ত বাটার মোড় থেকে চিকনমাটি মোড় পর্যন্ত সড়কের চলমান কাজে শিডিউলে উল্লেখিত কাজ উপেক্ষা এবং নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ সারানোর সাথে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করে জেলা প্রশাসকের তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের লিখিত অভিযোগ জানিয়েছে এলাকাবাসী।
সোমবার (৩০শে জানুয়ারী) ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পূবন আখতারের মাধ্যমে নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের কাছে সড়ক নির্মাণে অনিয়মের তদন্ত পূর্বক জড়িতদের শাস্তি ও জবাবদিহিতা নিশ্চিতকরণের আবেদন জানানো হয়। আবেদনে সড়কটির সুবিধাভোগী জনসাধারণের গণ-স্বাক্ষর সংযুক্ত করা হয়।
অভিযোগ সুত্রে জানা যায়, ডোমার পৌরসভার অন্তর্ভুক্ত বাটার মোড় থেকে চিকনমাটি মোড় পর্যন্ত সড়কটির পুনঃনির্মাণ কাজ শিডিউল মোতাবেক হচ্ছে না। শিডিউলে উল্লেখিত কাজ উপেক্ষা করে দ্রুত দায়সারা কাজ করার পায়তারা করছেন ঠিকাদার। এমনকি সড়কটির নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। যা টেকসই হবে না। এমতাবস্থায় অনিয়মের সাথে জড়িতদের শাস্তি ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে কাজটি ভালোভাবে সম্পূর্ণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসী ক্ষোভের স্বরে জানান, করোনাকালীন সময়ে বাজারের প্রধান সড়ক নির্মাণকাজের কারণে বাস-ট্রাক সহ বড় বড় যানবাহন এই সড়কটি ব্যবহার করেছি। প্রায় আড়াই বছর ধরে সড়কটির বেহাল অবস্থা। খাল-খন্দে দুর্ঘটনার ঘটনাও ঘটেছিল। অবশেষে সড়কটি পুনরায় নির্মাণ হচ্ছে। কিন্তু নির্মাণকাজে অনিয়ম হলে এলাকাবাসী সেটি মেনে নিবে না। একটি টেকসই সুন্দর সড়ক চান সুবিধোভোগীরা।
এবিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করা হলে জানা যায়, এলাকাবাসীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসকের কাছে হস্তান্তরের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।
উল্লেখ্য, প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে ডোমার বাজার বাটার মোড় থেকে চিকনমাটি মোড় পর্যন্ত ডোমার পৌরসভার সড়কটি পুনরায় নির্মাণ প্রকল্পে ঠিকাদার মো. সফিয়ার রহমান কাজটি করছেন।
পত্রিকা একাত্তর/ রিশাদ