ঘন কুয়াশায়ন কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ


জেলা প্রতিনিধি, রাজবাড়ী প্রকাশের সময় : ৩০/০১/২০২৩, ১১:০৩ পূর্বাহ্ণ /
ঘন কুয়াশায়ন কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিসি।

রবিবার রাত ১১:০০ ঘটিকায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনায় এড়াতে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ করা হয়। এসময় উভয় পারে ফেরিগুলো যানবাহন নিয়ে নোঙ্গর করে আছে। এবং মাঝ নদীতে আটকা পড়ে আছে ৩ টি ফেরী। ভোগান্তিতে পড়েছে ঘাটের দুই পারে আটকে থাক যাত্রী ও চালক।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক- খোরশেদ আলম নবচেতনাকে জানান, কুয়াশা বৃদ্ধি পাওয়ায় রাত ১১:০০ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

পত্রিকা একাত্তর/ শাকিল মোল্লা