চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর তত্ত্বাবধানে মোঃ মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ (সদর থানা), চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৯.০১.২০২৩ তারিখে চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-০১, তারিখ ০২.১২.২০২২ ইং মূলে এজাহার নামীয় পলাতক আসামী ১। মোঃ সিরাজুল ইসলাম (৪০), পিতা-মোঃ সাইদুর রহমান, সাং- হাজরাটি তেতুলতলা পাড়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গা এবং সন্দিগ্ধ আসামী ২। মোঃ হিরন (২৮), পিতা-মোঃ শামসুল হক, সাং-জাফরপুর পাওয়ার হাউজপাড়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গাদেরকে গ্রেফতারপূর্বক তাদের হেফাজত হতে একটি HANk চোরাই
মোটরসাইকেল যার ইঞ্জিন নং-KC13EFKGC00853 এবং চ্যাসিস নং-PS1KCS236kJE00297 উদ্ধার করেন।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-০১, তারিখ ০২.১২.২০২২ ইং মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান
আপনার মতামত লিখুন :