গণঅধিকার পরিষদের সদস্য সচিব এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ২০১৮ সালে দেশে কোন সুষ্ঠু নির্বাচন হয়নি, তার মানে এই নয় যে আজীবন সুষ্ঠু নির্বাচন হবে না। বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন ইভিএমের বিপক্ষে তাদের মতামত ব্যক্ত করেছে তখন সরকার ইভিএম কেনা থেকে পিছিয়ে এসেছে। আমরা মনে করি সরকারের এটা ইতিবাচক পদক্ষেপ। গতকাল শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে সদস্য ফরম উন্মোচন ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা বিরোধী রাজনৈতিক দলগুলো যদি রাজপথে গণআন্দোলন গড়ে তুলতে পারি তাহলে বর্তমান সরকারও ইভিএমের মতো তত্ত্ববাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিতে বাধ্য হবেন এবং সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করবে। কিন্তু তার জন্য জনগণের আন্দোলন লাগবে, রাজপথে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, আপনারা জানেন, অল্প দিনের মধ্যে গণঅধিকার পরিষত নতুন রাজনৈতিক দল হিসেবে এদেশের মানুষের আস্লথা অর্জন করতে পেরেছে। মানুষ নতুন হিসেবে আমাদের পছন্দ করেছে। তিনি আরও বলেন, তিস্তা চুুিক্ত না হওয়ায় শুকনো ও বর্ষা মৌসুমে উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়, অথচ ভারতের সাথে আওয়ামীলীগের সম্পর্ক ভালো বলে কথা শুনা যায়। তারপরও তারা এই অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে সরকার ভারতের সঙ্গে এতদিনেও তিস্তা চুক্তি করতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে। আমরা সরকার গঠন করলে অবশ্যই তিস্তা চুক্তির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।
পত্রিকা একাত্তর/ এম হামিদুর রহমান
আপনার মতামত লিখুন :