“হিমহিম শীতের বাতাস, উষ্ণতা ছড়ায় পিঠাপুলির সুবাস” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পালিত হয়েছে পিঠা উৎসব।
২৮ জানুয়ারি শনিবার দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন করে দৌলতদিয়া ৮ নং ওয়ার্ডে অবস্থিত রাজু হাসান স্পোকেন ইংলিশ কোচিং সেন্টার।
রাজু হাসান দক্ষিণ দৌলতদিয়া আয়নাল মোল্লা পাড়া গ্রামের মো. মির্জান ফকিরের ছেলে। রাজু দীর্ঘদিন ধরে তার নিজ এলাকাসহ আশেপাশের এলাকার শিক্ষার্থীদের বিনামুল্যে ইংরেজি শিক্ষা দিয়ে আসছেন। শীতকালীন পিঠা গ্রামগঞ্জের একটি ঐতিহ্য আর এ ঐতিহ্য ধরে রাখতে রাজুর এমন উদ্যোগ।
শীতকালীন এ পিঠা উৎসব পালনে তাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা এবং বিশেষ অতিথি দৌলতদিয়া ইউপি সদস্য ফজলুল হক বেপারী।
এসময় পিঠা উৎসবের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি, পিঠা তৈরি প্রতিযোগিতা , বিস্কুট খেলা, হাড়ি ভাঙ্গা, মিউজিক্যাল বল বদল , নৃত্য এবং যেমন খুশি তেমন সাজো প্রভৃতি খেলা অনুষ্ঠিত হয় ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মতিয়ার রহমান, দৌলতদিয়া ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নান্নু শেখ, গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারি শিক্ষক মো. জুয়েল রানা, রাজু হাসান স্পোকেন ইংলিশ সেন্টারের পরিচালক ও শিক্ষক রাজু হাসান প্রমুখ।
পিঠা উৎসবের আয়োজক রাজু হাসান বলেন, গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠাপুলি সম্পর্কে নতুন প্রজন্মকে জানান দিতেই আমার এ আয়োজন।
পত্রিকা একাত্তর/ শাকিল মোল্লা
আপনার মতামত লিখুন :