কুষ্টিয়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ইবি থানা। এই ইবি থানার অফিসার ইনচার্জ জনাব আননূর যায়েদের যোগদানের পরেই এলাকায় অনেক শান্তি ফিরে পেয়েছে। কোথাও কোন মারামারি, সমাজিক কোন্দলের সুযোগ নেই।
ঠিক তেমনিভাবে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার আব্দালপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে কিছুদিন আগে সামাজিক কোন্দল সৃষ্টি হয়। গ্রাম ঠান্ডা করার অভিযানে নামেন ইবি থানার অফিসার ইনচার্জ জনাব আননূর যায়েদ।
আজ শনিবার ২৮/০১/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় শাহাপুর গ্রামের দুই পক্ষ আর মারামারি করবে না বলে হাতে হাত রেখে শপথ করেন। দুই পক্ষ ইবি থানার ওসি কে কথা দেন। তারা আর মারামারি করবে না। এলাকায় শান্তিপূর্ণ ভাবে বসবাস করবেন।আর যদি কোন ভাবে নিজেদের সমস্যা হয়, তারা মানবিক ওসি আননূর যায়েদের সহযোগিতা নিবেন। কিন্তু নিজেরা মারামারি, হানাহানি করবে না।
এই বিষয়ে ইবি ওসি আননূর যায়েদ বলেন, তারা দুই পক্ষ এসেছিলো তারা আর মারামারি করবে না। তারা হাতেহাত রেখে কথা দিয়েছে এবং অবশেষে তারা হাসিমুখ নিয়ে বাড়িতে ফিরে যায়।
তিনি আরো বলেন,আপনাদের কোন সমস্যা হলে, পুলিশের সহযোগিতা নিবেন। আপনারা নিজেরা কোন ভাবে অন্যায়ের সাথে যুক্ত হবেন না। ইবি থানার পুলিশ সব সময় ইবি এলাকার মানুষের পাশে আছে।
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন
আপনার মতামত লিখুন :