পটুয়াখালীতে দিন ব্যাপী সরস্বতী পূজা উদযাপিত


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ২৬/০১/২০২৩, ১১:৩৫ অপরাহ্ণ /
পটুয়াখালীতে দিন ব্যাপী সরস্বতী পূজা উদযাপিত

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ব্যাপক উৎসাহ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে আজ।

সরস্বতী পূজা বাংলা মাস মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয়। দিনটিকে বলা হয় ‘বসন্ত পঞ্চমী’।

পটুয়াখালীতে দিন ব্যাপী সরস্বতী পূজা উদ্যাপন করেছে সনাতন ধর্মালম্বীরা। বৃহস্পতিবার (২৬) সকাল থেকেই শঙ্খের শব্দ ও নারীদের উলুধ্বনিতে মুখরিত হয় ওঠে বিভিন্ন পূজামন্ডপ।

পাড়া মহল্লার প্রতিটি ঘরে ঘরে এ উৎসব। এ সময় দেবীর চরনে ফুল, বেল পাতা ও দুর্বা দিয়ে পূষ্পাঞ্জলি দেয় ভক্তরা। দেবীর সামনে হাতেখড়ি দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হয়। আবার কিছু কিছু মন্ডপে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

বকুল চন্দ্র নাম একজন বলেন,পটুয়াখালীতে প্রতিটা মন্দিরে পূজার এ আয়োজন ছিল মনকাড়া। সকল ধর্মাবলম্বী দর্শনার্থীই অংশ নিয়েছে এ আয়োজনে।

অন্য দিকে পূজা মন্ডগুলোতে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে জেলা প্রশাসক।

পত্রিকা একাত্তর/ এস.এম.সোহান