ডোমারে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ২৬/০১/২০২৩, ৬:৪৩ অপরাহ্ণ /
ডোমারে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে আজ। সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমারেও বিদ্যা এবং সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে পূজা-অর্চনার সাথে উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬শে জানুয়ারী) সকালে ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও মন্দিরে মন্ত্রপাঠের সাথে সাথে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন করেছেন সনাতনীরা। পরে, পুষ্পাঞ্জলি গ্রহণ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। দেবী সরস্বতীর কাছে দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন।

শাস্ত্রীয় বিধান অনুসারে, প্রতিবছরের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এদিন বাদ্য-বাজনার সাথে সাথে শিশুদের হাতেখড়ির মাধ্যমে পাঠ্যজীবনের সূচনা করানো হয়।

জানা যায়, সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীন কালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন। ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতিমাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির উপর তালপাতার তাড়ি ও দোয়াত-কলম রেখে পূজা করার প্রথা ছিল। আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজার প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধ্বে।

পত্রিকা একাত্তর/ রিশাদ