সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে আজ। সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমারেও বিদ্যা এবং সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে পূজা-অর্চনার সাথে উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬শে জানুয়ারী) সকালে ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও মন্দিরে মন্ত্রপাঠের সাথে সাথে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন করেছেন সনাতনীরা। পরে, পুষ্পাঞ্জলি গ্রহণ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। দেবী সরস্বতীর কাছে দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন।
শাস্ত্রীয় বিধান অনুসারে, প্রতিবছরের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এদিন বাদ্য-বাজনার সাথে সাথে শিশুদের হাতেখড়ির মাধ্যমে পাঠ্যজীবনের সূচনা করানো হয়।
জানা যায়, সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীন কালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন। ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতিমাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির উপর তালপাতার তাড়ি ও দোয়াত-কলম রেখে পূজা করার প্রথা ছিল। আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজার প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধ্বে।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :