নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম ভবনে এই সভার আয়োজন করো নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন।
নোবিপ্রবি অফিসার্রস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানের সভাপতির সাখাওয়াত হোসেন বলেন, কর্মকর্তাদের অধিকার আদায়ে নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন সর্বদা কাজ করে। এ বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে কর্মকর্তাগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তব্যানুষ্ঠান শেষে সাধারণ সম্পাদক কর্তৃক বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এসোসিয়েশনের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।
নোবিপ্রবি রেজিস্ট্রার (অ.দা.) মোহাম্মদ জসীম উদ্দিন, অফিসার্স এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ রাজু