অবসরপ্রাপ্ত সৈনিক বহুমুখী কল্যান সংস্থার উদ্দ্যোগে সেলাই মেশিন বিতরণ


জেলা প্রতিনিধি, শেরপুর প্রকাশের সময় : ২৪/০১/২০২৩, ৭:১৪ অপরাহ্ণ /
অবসরপ্রাপ্ত সৈনিক বহুমুখী কল্যান সংস্থার উদ্দ্যোগে সেলাই মেশিন বিতরণ
বগুড়ার শেরপুরে অবসরপ্রাপ্ত সৈনিক বহুমুখী কল্যান সংস্থার উদ্দ্যোগে মৃত অবসর প্রাপ্ত সৈনিকের পরিবারের মাঝে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বাসষ্ট্যান্ড টাউনকলোনী এলাকায় কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
অবসরপ্রাপ্ত সৈনিক বহুমুখী কল্যান সংস্থার সভাপতি ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাজাহান আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সৈনিক বহুমুখী কল্যান সংস্থার সদস্য ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিনহাজ উদ্দিন, সার্জেন রবিউল হক, আব্দুল লতিফ, সিপিএল আব্দুল মান্নান প্রমুখ।
এ সময় বক্তব্যে আমরা সরকারি চাকুরী করেছি কিন্তু দেশ ও জাতীর কল্যানে কাজ করেছি। তাই আমাদের কোন সদস্য যদি বিপদে পড়ে তাহলে তাদের পাশে দাঁড়ানোই আমাদের মুল লক্ষ। আমরা সব সময় একত্রিত হয়ে থাকতে চাই যার ফলে অবসরপ্রাপ্ত সৈনিক বহুমুখী কল্যান সংস্থার গঠন করেছি।
পত্রিকা একাত্তর/ মাসুম বিল্লাহ