কুষ্টিয়ায় সেনা কর্মকর্তা পরিচয়ধারী প্রতারক গ্রেফতার


জেলা প্রতিনিধি, কুষ্টিয়া প্রকাশের সময় : ২৩/০১/২০২৩, ১১:২০ অপরাহ্ণ /
কুষ্টিয়ায় সেনা কর্মকর্তা পরিচয়ধারী প্রতারক গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় ২৩/০১/২০২৩ ইং তারিখ দুপুর ১.৩৫ ঘটিকায় র‌্যাব-১২’র কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার সদর থানাধীন হানিফ নগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। উক্ত অভিযানে সেনা কর্মকর্তা পরিচয়ধারী প্রতারক খন্দকার বায়েজীদ আমান(৩১), পিতা-মৃত খন্দকার এনামুল হক, সাং-বাহাদুরপুর, থানা-রাণীনগর, জেলা-নওগাঁকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার নিজের অপরাধ স্বীকার করে এবং বহু লোককে চাকুরী দেওয়ার কথা বলে টাকা আত্নসাৎ করেছে বলে জানায়।

পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন