জামালপুরের মেলান্দহে মাহিন্দ্রা গাড়ি উল্টে চালক মো. ভাসানীর মৃত্যু হয়েছে।
গত শনিবার (২১ জানুয়ারি) রাত ৮টা দিকে উপজেলার টুপকার চর এলাকায় মাহিন্দ্রা গাড়ি উল্টে খাদে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিয়ে আসলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
নিহতের বাড়ি জামালপুর পৌরসভার নাও ভাঙা চর, তিনি ওই এলাকার মো.মাহালীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর শহর থেকে বালু নিয়ে উপজেলার নয়ানগর ইউনিয়নের টুপকার চরের একটি মাদ্রাসায় যাচ্ছিলো মাহিন্দ্রা গাড়িটি। যাওয়ার পথে রাস্তায় মাহিন্দ্রা উল্টে চাপা পড়েন চালক মো.ভাসানী। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে চিকিৎসা মৃত্যু ঘোষণা করেন।
মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই মাসুদ রানা) বলেন,’ বালু ভর্তি মাহিন্দা গাড়ি নিয়ে যাওয়ার পথে উল্টে চাপ পড়ে মৃত্যু হয়েছে।
পত্রিকা একাত্তর/ সাকিব আল হাসান