সুন্দরগঞ্জে গাঁজার গাছসহ গ্রেপ্তার ১


উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ প্রকাশের সময় : ১৯/০১/২০২৩, ৮:৫৪ অপরাহ্ণ / ১৫
সুন্দরগঞ্জে গাঁজার গাছসহ গ্রেপ্তার ১

গাইন্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার দিবাগত রাতে উপজেলা পশ্চিম সীচা ঠনঠনিয়া গ্রামে অভিযান চালিয়ে ১২ কেজি ওজনের দুটি গাঁজার গাঁছসহ আবুল কাশেম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। দীর্ঘদিন থেকে কাশেম গাঁজার চাষ করে আসছিল।

এছাড়া তিনজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে। তারা হলেন সাদা মিয়া, হাফিজ উদ্দিন ও জহুরুল মন্ডল।

থানার পুলিশ পরিদর্শক সেরাজুল হক জানান, আসামির কাশেমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে বৃহস্পতিবার জেল হাজতে পাঠানে হয়েছে।

পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল