নীলফামারীর ডোমার উপজেলা পর্যায়ের ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবস ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ।
সোমবার (১৬ই জানুয়ারী) ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম।
ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. হারুন অর রশিদ’র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শাহিনুল ইসলাম বাবু, ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুদ্দিন হোসাইনী সূফী প্রমূখ।
পরে, গত ১০ই জানুয়ারী থেকে অনুষ্ঠিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রত্যেক ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
পত্রিকা একাত্তর/ রিশাদ