গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর পি.এন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লা হিল মাহমুদ বিদ্যুৎ গত রোববার ভোরে অসুস্থ জনিত কারণে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না ল্লিাহে……………..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি এক স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে রেখে গেছেন।
রোববার রাত ৮টায় শ্রীপুর ইউনিয়নের বোয়ালি কেন্দ্রীয় ঈদগা মাঠে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি বোয়ারী গ্রামের দেওয়ান আব্দুল মান্নান মিয়ার ছেলে এবং শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ছিলেন। তার জানাযা নামাযে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কল্যান সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
গত ১ জানুয়ারী হতে তিনি ঢাকা ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল