বাগেরহাটের ফকিরহাটে সড়কের পাশে উল্টে যাওয়া একটি বাসের নিচ থেকে তিনদিন পরে মো. জুয়েল (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে। সোমবার দুপুরে ওই ঘেরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এর তিনদিন আগে শুক্রবার (০৬ জানুয়ারি) ফকিরহাট উপজেলার শুভদিয়া এলাকায় দুর্ঘটনায় বাসটি রাস্তার পাশের মাছের ঘেরে পড়ে যায়। নিহত মোঃ জুয়েল খুলনার রূপসা উপজেলার মহিরবাড়ী এলাকার সেলিম রেজার ছেলে। এবং উল্টে যাওয়া বাসের হেলপার।
জানাযায়, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট উপজেলার শুকদাড়া-শুভদিয়া সড়কের শুভদিয়া এলাকায় রাহাত পরিবহণের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মাছের ঘেরে উল্টে যায়। সে সময় যাত্রীরা সবাই অক্ষত অবস্থায় বেরিয়ে যান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীমুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। পরিবারের পক্ষ থেকে নিহতের পরিচয় শনাক্ত করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ আবু তালেব