“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমারে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আজ।
রোববার (১লা জানুয়ারী) সকালে প্রাথমিক পর্যায়ে উপজেলার শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক পর্যায়ে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী।
ডোমার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন জানান, প্রাথমিক পর্যায়ে ডোমার উপজেলার ২০০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থীকে মোট ১ লাখ ৮০ হাজার কপি বই বিতরণ করা হয়।
অন্যদিকে ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম বলেন, প্রতিবছরের ন্যায় এবারও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এবার ডোমার উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে ২ লাখ ৯৯ হাজার ৩৪৫ কপি, ১২টি দাখিল মাদ্রাসায় ৫৬ হাজার ৫৮৫ কপি, ২৬টি এবতেদায়ী মাদ্রাসায় ৩৮ হাজার ৬০০ কপি এবং ৮টি এসএসসি ভোকেশনাল বিদ্যালয়ে ১১ হাজার ৪০০ কপি বিতরণ করা হয়।
উল্লেখ্য, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সংকট কমাতে ২০০৯ সালে বাংলাদেশ সরকার বিনামূল্যে বই বিতরণের সিদ্ধান্ত নেয়। সেবছর ২৯৬ কোটি ৭ লাখ টাকার পাঠ্যপুস্তক প্রদানের উদ্যোগ নেয় সরকার। পরের বছর ২০১০ সালের ১ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো ‘বই উৎসব’ উদ্বোধন করা হয়।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :