পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন আজ ৩১.১২.২০২২ তারিখ আনুমানিক ১৪:০০ ঘটিকায় জীবননগর থানার নবনির্মিত সার্ভিস ডেলিভারি গোলঘর শুভ উদ্বোধন এবং থানা বার্ষিক পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার থানায় পৌঁছালে জীবননগর থানা পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ শেষে তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন।
পুলিশ সুপার থানার অফিস, ব্যারাক ও মেস পরিদর্শন করেন। জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি, গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত পুলিশী টহল জোরদার, মোটরসাইকেল মোবাইল, বিট পুলিশিং কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদকরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধের উপরে গুরুত্বারোপ করেন। থানার মেসে উন্নতমানের খাবার সরবরাহ, দাপ্তরিক সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক ও আশপাশ এলাকা পরিস্কার পরিছন্ন এবং চাহিদার প্রেক্ষিতে ফোর্সের ছুটি ছাড়তে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশনা প্রদান করেন।
উক্ত সময়ে উপস্থিত ছিলেন মোঃ মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), আলমগীর কবীর, ডিআইও-(১), জেলা বিশেষ শাখা, শেখ সফিকুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, জনাব আব্দুল খালেক, অফিসার ইনচার্জ, জীবননগর থানা, চুয়াডাঙ্গাসহ থানার সকল পদমর্যাদার অফিসার ফোর্সগণ।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান