জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেনকে ফুলের সংবর্ধনায় ভাসিয়ে সম্মানিত করেছেন পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরে প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় পার্টির পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়েছে। এসময় পার্টির জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কমিটির নেতাকর্মীরা ফুলের তোড়ায় সন্মানিত করেছেন নব নির্বাচিত চেয়ারম্যনকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তিনি।
প্রধান অতিথির ভাষনে জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, আমরা যা যাই করি, যদি রাজনীতি করেন, তা হলে মন থেকে হিংসা বিদ্দেশ অহংকার মুছে ফেলতে হবে। এটা নিয়ে আমরা রান করতে পারবনা।
জেলা পরিষদের চেয়ারম্যান পদে থাকা সতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের জেলা কমিটির সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী এবং আওয়ামীলীগের মনোনিত আরেক প্রার্থী তৈয়ব উদ্দিন চৌধুরীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির জেলা কমিটির পক্ষ থেকে গতকাল তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়। মূল উদ্দ্যেক্তা পার্টির জেলা কমিটির সাধারন সম্পাদক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যন আহমেদ শফি রুবেল।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির সহ সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব আলম ও সোলায়মান শামী, জেলা কমিটির সহ সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম (৪), সহ সভাপতি এ্যাডভোকেট আমিনুল হক পুতুল, সহ সভাপতি মীর তৌহিদুল ইসলাম স্বপন, সহ সভাপতি সাইফুল্ল্যাহ চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর সদস্য বিধান চকবর্তী বাসু, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রায়হানুল ইসলাম বাবুল, জেলা কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক আক্তারুজ্জামান তুহিন, মহিলা বিষয়ক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু, যুগ্ম সম্পাদক এ্যাভোকেট সুধীর চন্দ্র শীল ও ডাক্তার আনোয়ার হোসেন, যুব সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পিরু, সদস্য সচিব লাইসুর রহমান, স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির আহবায়ক শফিক আহমেদ, সদস্য সচিব মীর আনিসুজ্জামান মিলন, জাতীয় পার্টির পৌর কমিটির সদস্য সচিব সোয়েব আখতার সোয়েব, জাতীয় ছাত্র সমাজের জেলা কমিটির সদস্য সচিব আল মামুন, কেন্দ্রীয় কমিটির সদস্য নেহাল, জাতীয় শ্রমিক পার্টির জেলা কমিটির অঅহবায়ক রাজিব আহমেদ বিপ্লব, সদস্য সচিব আনোয়ারসহ ১৩ টি উপজেলাসহ ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা। ফুলে ফুলে প্রধান অতিথি পার্টির নেতা জেলা পরিষদের চেয়ারম্যান দেলেঅয়ার হোসেনকে সংবর্ধিত করেছেন তারা।
জাপায় যোগদান: জাতীয় পার্টির আদর্শ এবং গোলাম কাদের এমপির প্রতি আস্থা এনে সংবধা সভায় জাতীয় পার্টিতে যোগদান করছেন সমাজ সেবী বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ আলম সাগর। পার্টির জেলা কমিটির সভাপতি জেলা রিষদের চেয়ারম্যান দেলোয়া হোসেন এবং পার্টির জেলা কমিটির সাধারন সম্পাদক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারমান আহমেদ শফি রুবেলের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জাতীয পার্টিতে যোগদানের ঘোষনা দিয়েছন তিনি। এসময় করতালি দিয়ে তাকে বরন করেন মুল দলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পত্রিকা একাত্তর/ আরমান হোসেন
আপনার মতামত লিখুন :