বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১


উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা প্রকাশের সময় : ২৮/১২/২০২২, ১০:০১ অপরাহ্ণ / ৪৭
বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

বুধবার বেলা ২ঃ৩০ মিঃ দিকে বটিয়াঘাটা টু খুলনা চালনা সড়কের দারোগার ভীটা নবি নগর ও আশিক নগর এর মাঝে আতিয়ার রহমান এর ইজিবাইক গ্যারেজের সামনে নাইমুল (৪০) খুলনা থেকে বটিয়াঘাটা অভিমুখে এবং বিপরিত দিক থেকে বটিয়াঘাটা থকে যাত্রিবাহী মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনা স্থলে নাইমুলের অবস্তা আসংক্ষা জনক দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে জান। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

সুত্রে যানা যায়, ইয়াসিন যাত্রীবাহী প্লাটিনা ১০০ সিসি গাড়ি যার নম্বর- খুলনা হ-১৩-৫২৪৩, এবং নাইমুল টিভিএস ১০০ সিসি গাড়ি, যা নাম্বার বিহীন, বটিয়াঘাটা টু গল্লামারী রাস্তায় মুখোমুখি সংর্ঘষ হয়ে নাইমুল হাসান(৪০), পিতা: মৃত-কাদের ব্যাপারি, সাং-জিন্নাপাড়া, থানা: লবনচরা, জেলা:খুলনা গুরুতর আহত হয় এবং অন্যজন গুরুতর আহত হয়।

বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন।

দুর্ঘটনায় থাকা মটর সাইকেল দুটি বটিয়াঘাটা থানা হেপাজতে রাখেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ বা মামলা হয় নি।

পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম