নড়াইলে ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনের ১০৮ জন জ্ঞাত এবং আরও ৪শ নেতা-কর্মীর নামে গায়েবী মামলার অভিযোগ উঠেছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সহ সভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ অন্যদের বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
এ পর্যন্ত এসব মামলায় জেলা যুবদলের আহবায়ক মশিয়ার রহমান, জেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ওলিয়ার রহমানসহ ৫৯জন গ্রেফতার হয়েছে। তবে এখনও পর্যন্ত কারো জামিন হয়নি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম অভিযোগে জানান, জেলার ৪টি থানার মধ্যে সদরে ৩২, লোহাগড়ায় ২২, কালিয়ায় ৩২ এবং নড়াগাতি থানায় ২২জন
জ্ঞাত এবং অজ্ঞাত আরও ৪শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার ধরণ একই ধরনের। পুলিশ যে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের হয়রানী করতে এ মামলা করা হয়েছে। এ পর্যন্ত এসব মামলায় ৫৯ জনকে গেস্খফতার দেখানো হয়েছে বলে জানান।
সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান বলেন, ৩ ডিসেম্বর সন্ধ্যার পর নড়াইল-লোহাগড়া সড়কে সদরের মালবাগ মোড় থেকে বিষ্ফোরিত ৫ টি জর্দার কৌটার অংশ বিশেষ, সাইকেলের বল, তার কাটা ও পাথর কুচি উদ্ধার করা হয়। নাশকতা সৃষ্টির জন্য তাদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, পুলিশ অকারনে কাউকে হয়রানি করছেনা এবং করবেনা।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু
আপনার মতামত লিখুন :