patrika71
ঢাকাশুক্রবার - ২৩ ডিসেম্বর ২০২২
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বটিয়াঘাটায় সড়ক দূর্ঘটনায় শিক্ষক আহত

জেলা প্রতিনিধি, খুলনা
ডিসেম্বর ২৩, ২০২২ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

বারোআড়িয়া সড়কে ইজিবাইক ও মটরসাইকেল দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছে সুভাষ সরকার (৬০) নামের এক সাবেক শিক্ষক।

ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৩ ডিসেম্বর ২২) দুপুর সাড়ে তিনটার সময়, বটিয়াঘাটা উপজেলার হেতালবুনিয়া অশোক ঢালীর বাড়ির সামনে। ইজিবাইক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহত শিক্ষককে বাড়ি বটিয়াঘাটা গ্রামে।

দূর্ঘটনায় শিক্ষককের দুই পা ভেঙ্গ গেছে। শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাত লেগেছে। শিক্ষক সুভাষ উক্ত ইজিবাইকের যাত্রী ছিলেন। খুলনা থেকে আসছিলেন সে। আহত শিক্ষককে খুলনা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানা যায়। এদিকে ঘাতক মটরসাইকেল চালক পালিয়ে গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে মটরসাইকেল Fz varson -2 খুলনা মেট্রো ল- ১৩৪৮২৪ ও ইজিবাইক টি আটক করেছে। মটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি।

ইজিবাইক চালকের নাম মোতালেব। গ্রাম গাওঘরা এলাকা। সে গাওঘরা ইজিবাইক মালিক সমিতির সদস্য বলে জানা যায়।

পরে এঘটনায় আহত শিক্ষক বাদী হয়ে দুই জনকে আসামি করে বটিয়াঘাটা থানায় অভিযোগ দায়ের করেন।

পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম